মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ


বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মৎস্য বিভাগের সহায়তায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানকালে ৩টি নদী থেকে ১০টি অবৈধ মশারী জাল, ৫০টি চরঘেরা জাল, এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারী জাল এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে তারা। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পরে জব্দকৃত জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ছাড়াও পুলিশ এবং আনসার সদস্যরা সহায়তা করেন।

জাঁটকাসহ দেশীয় প্রজাতীর ছোট মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

সর্বশেষ - জেলার খবর