কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমার অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারে উখিয়া সীমান্তে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মোস্তাফিজুর রহমানের (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্তের খালে ১৭ দিন আগে তিনি নিখোঁজ হন। স্বজনদের দাবি, আরাকান আর্মির সদস্যরা জেলে মোস্তাফিজকে অপহরণ করেছিল।
নিহত মোস্তাফিজুর রহমান (৪৭) উখিয়ার পালংখালী ইউনিয়নের আজ্ঞুমানপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে। তিনি পেশায় জেলে ও দিনমজুর।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, গতকাল রবিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল সীমান্তের নাফ নদীর তীরের বেঁড়িবাধ থেকে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের ছোট ভাই মো. আমির হোসেন বলেন, গত ১ ফেব্রুয়ারি সকালে আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে যান মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন জেলে। একপর্যায়ে সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা তাঁকে তুলে নিয়ে যায়। পরে ওই দিন ঘটনাস্থলের আশপাশের থাকা অন্য জেলেরা বিষয়টি তাদের জানায়।
আমির হোসেন আরও বলেন, বিষয়টি বিজিবিসহ সংশ্লিষ্টদের কাছে জানানো হয়। নিখোঁজের পর থেকে নানাভাবে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। অপহরণকারীরা তাদের সঙ্গে যোগাযোগও করেনি। স্থানীয় চিংড়ি চাষীদের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে বিজিবির সহায়তায় পুলিশ বেড়িবাঁধে পড়ে থাকা অবস্থায় মোস্তাফিজের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়।
ওসি শামীম হোসেন বলেন , এ সময় মোস্তাফিজুরের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিহতের পায়ে রশি বা শিকল দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে। তবে কারা, কী কারণে এ জেলেকে অপহরণ করে খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।