শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

উখিয়ায় অস্ত্রসহ আরসার চার সন্ত্রাসী আটক

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ


কক্সবাজার প্রতিনিধি :

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধারসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার কার্যালয়ে ৮ এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন মোহাম্মদ আমিন, পেটান শরিফ, আবুল কাশেম ও সৈয়দুর রহমান। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ও আরসার শীর্ষ সন্ত্রাসী।

সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়। বিষয়টি জানার পর গোপনে সেখানে অভিযান চালানো হয়। তারা টের পেয়ে দৌড়ে পালানো শুরু করে। তখন ধাওয়া করে চারজনকে আটক করা হয়। প্রায় ১০-১২ জন পালিয়ে যায়।

তিনি বলেন, আটকদের থেকে ৫টি ওয়ান শুটার গান, ১টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতে তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, ১টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি ও ২টি লোহার শেকল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে আটকদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জেলার খবর