শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সৈয়দপুরের থেকে বড় রেল কারখানা রাজবাড়ীতে করা হবে: রেলমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ


রাজবাড়ী প্রতিনিধি :

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপরে রেলের কারখানা নির্মাণ করা হবে। যেটা সৈয়দপুরের কারখানা থেকেও বড়। এখানে রিপেয়ারিং মেইনটেন্যান্স ও বগি তৈরির কারখানাও করা হবে।’

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে রাজবাড়ী স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী। পরে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

এ সময় জিল্লুল হাকিম বলেন, ‘রেল হলো সব চেয়ে সস্তা পরিবহন। মালামাল পরিবহনে রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেনের সংযোগ দেওয়া হবে। রেলের সম্প্রসারণের জন‍্য প্রচুর কোচ ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে।’

রেলমন্ত্রীর পরিদর্শনের সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়