বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় বৃদ্ধা নারী নিহত

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

জাহিদ হাসান,নেত্রকোণা থেকে :

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৮৫) নামের এক অতিশীপর বৃদ্ধা নারী নিহত হয়েছে।

দূর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারের আপন মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে।

নিহত হালিমা খাতুন পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমান এর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা বাজারে ছেলে লাল চাঁন এর চা স্টলে ছেলের সাথে দেখা করে হালিমা খাতুন মঙ্গলবার সকাল ১০টার দিকে পায়ে হেঁটে তারাকান্দা বাড়ীতে ফিরছিলেন। তিনি সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারের আপন মিষ্টান্ন ভান্ডার দোকানের সামনে পৌঁছলে পিছন দিক থেকে আসা ময়মনসিংহগামী (ঢাকা-মেট্রো-ট ১২-১৯৪৪) ট্রাকটি হালিমাকে চাপা দেয়। এতে ট্রাকের ডান পাশের চাকায় পিষ্ট হয়ে তার মাথার মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় ট্রাক চালক ট্রাক পেলে সুকৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়