বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাড্ডায় বাবা ও ছেলের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন গিয়াস উদ্দিন (৭২) ও রাকিব হোসেন (৩০)। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলে ও শায়িত অবস্থায় বৃদ্ধ বাবার মরদেহ দেখতে পায় পুলিশ।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত গিয়াস উদ্দিন স্কুলশিক্ষক ছিলেন। আর তাঁর ছেলে রাকিব ছিলেন বৈদ্যুতিক মিস্ত্রি। বাবা ও ছেলে বেরাইদের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, রাতে মোবাইলে কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, বিছানায় বাবা গিয়াসউদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন, ময়নাতদন্তে রিপোর্ট মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে মরদেহ লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - জেলার খবর