নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়াতে যারা পণ্য গুদামজাত করছে তাদের আইনের আওতায় আনা হবে। রবিবার (১০ মার্চ) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে তিনি একথা বলেন।
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ স্বপ্রণোদিত হয়ে অভিযানে যাচ্ছে না। অন্য ডিপার্টমেন্টের সাথে পুলিশ যাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কার কী গাফিলতি আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভবন নির্মাণে বিভিন্ন ধরনের অনুমোদন ও তদারকির জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সংস্থা বা কর্তৃপক্ষ করার চিন্তা-ভাবনা করছে সরকার। শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, ২৫ মার্চ ‘গণহত্যা দিবসে’ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ থাকবে।