নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তুরাগের কামারপাড়া পুরান বাজার সংলগ্ন কাউন্সিলর অফিসের বিপরীত পাশের একটি বাসার চিলেকোঠা থেকে এক নারীর গলা কাটা ও এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা–৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন– চাঁদপুরের মৌসুমি (৩০) ও ফরিদপুরের মো. ইব্রাহিম (৩২)।
তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তফা আনোয়ার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই নারী উত্তরা ১০ নম্বর সেক্টরে স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, মৌসুমিকে হত্যার পর ইব্রাহিম আত্মহত্যা করেন।
তিনি জানান, ইব্রাহিমের ভাড়া বাসার ছাদের ওপর ওই নারীর গলাকাটা লাশ পাওয়া যায়। এর পাশেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইব্রাহিমের মরদেহ পাওয়া গেছে। তারা ধর্মের ভাই–বোনের পরিচয় দিয়ে দীর্ঘ ১২ বছর ধরে একজন অন্যজনের বাসায় যাতায়াত করত।
মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান, দুপুর ১২টার দিকে বাইরে যাওয়ার কথা বলে মৌসুমি বাসা থেকে বের হয়। তারপর থেকে তাকে ফোনে পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার স্বামী ও ছেলেরা এসেছে। তার স্বামী একটি বায়িং হাউজে চাকরি করে। আর তিনি গৃহিণী ছিলেন। তবে ওই ইব্রাহিম কি করতেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ওসি জানান, তাদের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এখন পর্যন্ত কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি।