শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৪ দফা দাবিতে আন্দোলনে পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের রাস্তায় আজ শনিবার বেলা সাড়ে ১২টায় পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি ও অবস্থান নেন।

এই কর্মসূচিতে ৩৫০ থেকে ৪০০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী জানান, পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির ও বকেয়া বেতন-ভাতার দাবিতে তাঁদের এই অবস্থান কর্মসূচি।

তাঁদের দাবিগুলো হলো–
*পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা এবং ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা করা।
*ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা পরিশোধ।
*বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের নন রেসিডেন্ট ও রেসিডেন্টদের ভাতা পুনরায় চালু করা।
*অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন সংসদ পাস ও বাস্তবায়ন।

আন্দোলনকারীরা বলেন, বকেয়া পরিশোধের দাবিতে আমাদের এই আন্দোলন। এ বিষয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। যদিও এই ২৪ ঘণ্টায় জরুরি বিভাগের জরুরি চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে।

আন্দোলনকারী চিকিৎসকেরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ করা না হলে আগামীকাল রোববার সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে ফের আন্দোলন করবেন তাঁরা।

সর্বশেষ - জাতীয়