বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আইসিসির এলিট প্যানেলে সৈকত

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৮, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির মহাব্যবস্থাক (ক্রিকেট) ওয়াসিম খান, ভারতের সাবেক ব্যাটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, নিউজিল্যান্ডের অবসরপ্রাপ্ত আম্পায়ার টনি হিল এবং পরামর্শক কার্যনির্বাহী বিশেষজ্ঞ মাইক রিলির সমন্বয়ে গঠিত নির্বাচক প্যানেল শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত করে।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক আম্পায়ার হিসেব ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ জিতে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

এরই মধ্যে ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। পুরুষদের পাশাপাশি নারীদের ১৩টি ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি ম্যাচ ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০১৭ ও ২০২১ সালে আইসিসি নারী বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের দায়িত্ব পালন করেন। এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তিনি। সৈকত বলেন, ‘আইসিসি এলিট প্যানেলে নাম লেখানো খুবই সম্মানের। প্যানেলে আমি দেশের প্রথম প্রতিনিধি। যা আরও বিশেষ করে তুলেছে। আমার প্রতি বিশ্বাস রাখায়, এর প্রতিদান দিতে আমি উন্মুখ। বছরের পর বছর ধরে অভিজ্ঞতা অর্জন করেছি, তা দিয়ে সামনে চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি আইসিসি এবং বিসিবিকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমার পাশে দাঁড়ানো এবং সমর্থন করার জন্য আমি আমার পরিবার এবং বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

এলিট প্যানেলে যুক্ত হওয়ায় শরপুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে অভিনন্দন জানিয়েছে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সৈকতকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন ক্রিস ব্রড।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঘুষের ৪২ লাখ টাকা উদ্ধার, নারায়ণগঞ্জ ডিসি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, পদক পাচ্ছেন ৪০০ জন

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

লাখো মানুষ রাস্তায় নেমেছে, সেখানে আমরা কেন সন্ত্রাস করব: আমীর খসরু

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হলেন সেনাপ্রধান

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৪৩২ শ্রমিকের মৃত্যু