ডেস্ক রিপোর্ট :
খাদ্য অধিদপ্তরের খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের আওতায় প্রকৃত সময়ে অনলাইনে সংগ্রহ মূল্য পরিশোধ ও পুনর্ভরণ সম্পন্ন করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার খাদ্য অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ভূঞা এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষর করেন।
এসময় খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মনিরুজ্জামান, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।