নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (২৫ আগস্ট) মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনার পতনের পর ভারতের মদদে একটি গোষ্ঠী প্রতিবিপ্লব করার অপচেষ্টা করেছিল। এছাড়া ভারতে বসে বর্তমানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে।
বর্তমান অন্তর্বর্তী সরকার এনজিও সরকার নয় মন্তব্য করে তিনি বলেন, এ সরকারকে সহযোগিতা করবে বিএনপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে।
গত ১৬ বছর যারা নির্যাতন চালিয়েছেন, তাদের প্রত্যেকের তালিকা করে বিচার করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।