রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে ১১৬ কোটি ৭২ লাখ (এক দশমিক ১৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৬ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে ১১৬ কোটি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সে হিসাবে প্রতিদিন এসেছে ৮ কোটি ৩৪ লাখ ডলার। এই ধারা অব্যাহত থাকলে রেমিট্যান্স চলতি মাসে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

যেখানে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে।

এ ছাড়া বছরওয়ারি হিসেবে, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০–২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। আর চলতি বছরের জুনে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ২৯ হাজার ৭১৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয়।

সর্বশেষ - জাতীয়