নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আহতদের খোঁজ নিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে গিয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের দেখভাল করাটাই অন্তর্বর্তী সরকারের কাজগুলোর মধ্যে শীর্ষে।’
স্বাধীন দেশে জনগণের ওপর মারণাস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বানও জানান ফাওজুল কবির।
তিনি আরও বলেন, ‘আন্দোলনে গিয়ে যেসব পরিবারের একমাত্র উপার্জনক্ষমরা আহত কিংবা নিহত হয়েছেন, তাদের তালিকা করে সহায়তায় কাজ করবে সরকার।’
এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে ফাউন্ডেশন করে সহায়তা করা হবে বলেও জানান ফাওজুল কবির।