কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যাকান্ড মামলার অন্যতম আসামি সাদেককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার ফাঁসিয়াখালি থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।গ্রেফতারকৃত সাদেক (৪১) ফাঁসিয়াখালীর মোহাম্মদ খাইরুজ্জামানের পুত্র।
অভিযানে অংশ নেওয়া বান্দরবান র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার শামীম আনোয়ার জানিয়েছেন, আমরা যখন এই নরপশুর অবস্থানস্থল ঘেরাও করে ফেলছি, সেসময় তিনি বন্ধু-বান্ধব নিয়ে নির্বিকার ভঙ্গিতে লুডু খেলায় মগ্ন। ছিল খানাপিনার আয়োজনও।
গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে চকরিয়ার ডুলহাজারায় অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাতদলের হাতে মারা যান বিএমএ ৮২ ব্যাচের সেনা কর্মকর্তা নির্জন।