নিজস্ব প্রতিবেদক :
আলোচিত বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ উত্তোলনের পর ডিএনএ টেষ্টের জন্য বাবা-মেয়ে দুজনের সিমেন সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ।
আজ বৃহস্পতিবার পুলিশ জানায়, লাশ উত্তোলনের তারা তাদের কার্যাবলী সম্পন্ন করে দায়িত্বপ্রাপ্ত ফরেনসিক বিভাগকে লাশ হস্তান্তর করে। লাশের পরিচয় সনাক্তে সিআইডি ও নমুনা সংগ্রহ করেছে বলে জানান তিনি।
ফরেনসিক বিভাগ লাশের প্রাথমিক নমুনা সংগ্রহ ও প্রাথমিক কার্যাবলী শেষে মরদেটি তাদের ফ্রিজিং রুমে সংরক্ষিত করে।
পরিচয় সনাক্তে কত সময় লাগতে পারে এমন প্রশ্নে পুলিশ সুপার জানান, ফরেনসিক বিভাগ তাদের জানিয়েছে প্রায় এক মাস সময় লাগতে পারে রিপোর্ট আসতে।
গত ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ পরিচয় সনাক্তে কবর হতে লাশ উত্তোলনের আদেশ দেন।
পরে বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ গতকাল বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকার গোলাপ গ্রামের খাতামুন্নাবিয়্যান মাদ্রাসার কবরস্থান থেকে উত্তোলন করা হয়।