বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শাহরুখ খানকে হত্যার হুমকি

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৭, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে। ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।

একটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে তদন্ত করতে মুম্বাই পুলিশের একটি টিম রায়পুরে গিয়েছে।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়।

কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে শুরুতে তা জানা যায়নি। আজ বিকালে পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ ৭৫ হাজার টাকার বেশি) দাবি করেন। এই ব্যক্তি কোনো গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি শাহরুখ খান।

২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। একই বছরের অক্টোবরে এ অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত