মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রকল্পে যুক্ত হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনগণ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। নেওয়া হবে জনগণের মতামতও। প্রকল্পের সময় বাড়লে ব্যয় বাড়ে। তাই প্রকল্পের সময় আর কোনোভাবেই বাড়ানো যাবে না।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা নীতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকের এসব জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, যেসব নীতির কারণে বিগত সময়ে সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি, অনিয়ম সম্ভব হয়েছে তা ভাঙতে নতুন নীতি প্রণয়নের কাজ চলছে।

এখন থেকে প্রকল্পের বিস্তারিত গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে রিজওয়ানা বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পে সময় ও ব্যয় বাড়িয়ে দুর্নীতি করা হয়। এখন থেকে এসব দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিন সকালে সচিবালয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকার সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্পের কাজের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হচ্ছে সরকার, করা হচ্ছে নীতিমালাও।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিয়ে সৃষ্ট ঘটনার প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, এই সঙ্কট সহজে সমাধান যোগ‍্য। এটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। আন্দোলনের প্রয়োজন ছিলো না।

তিনি জানান, কেরানীগঞ্জে পূর্ণাঙ্গ ক্যাম্পাস করার প্রকল্প পাস করেছি। এখানে মেগা প্রজেক্ট হবে। প্রয়োজনে চলমান প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হবে। যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তবে তা তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ - জাতীয়