বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে আসা উচিত’

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৫, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে যান তার খোঁজ-খবর নিতে। গণমাধ্যমকর্মীদের ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, খালেদা জিয়ার সাথে আলাপকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতির এ ক্রান্তিলগ্নে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রয়োজন বলে জানান। এ সময় তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

ব্রিফিংকালে ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত, ডেপুটি চিফ অব দ্য মিশন, পলিটিক্যাল অ্যাটাশে ও দূতাবাসের একজন কর্মকর্তা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তাারা অনেকক্ষণ এখানে ছিলেন। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যকার পুরোনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চান, তা নিয়েও কথা বলেছেন।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিয়াউর রহমানের কথা স্মরণ করে, তিনি যে প্রথম চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন, এটা তারা তুলে ধরেছেন। খালেদা জিয়ার শাসনামলের ‘লুক ইস্ট পলিসি’ নিয়েও কথা হয়েছে।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও বন্ধুত্বপূর্ণ ছিল। সৌজন্য সাক্ষাতে কথা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও। তিনি যে বাংলাদেশ থেকে ছয় হাজার মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা পৃথিবীতে বিএনপির পলিটিক্স নিয়ন্ত্রণ করছেন, তারা সেটির প্রশংসা করেছেন। গণমানুষের নেতা তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ম্যাডাম উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, চিকিৎসার ব্যাপারেও চীনের রাষ্ট্রদূত খোঁজ-খবর নিয়েছেন। ম্যাডাম যদি উন্নত চিকিৎসার জন্য চীন যেতে চান, তার জন্যও তারা আমন্ত্রণ জানিয়েছেন। চিকিৎসা ছাড়াও ম্যাডামকে চীন সফর করার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন।
চিকিৎসার জন্য খালেদা জিয়া কবে দেশের বাইরে যাবেন, এ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসার জন্য কবে দেশের বাইরে যাবেন তা নিয়ে আলাপ হয়নি।

ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা এবং পতাকা অবমাননার বিষয়ে তারা অবগত আছে কিনা? বর্তমান ভূ-রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংক্ষেপে যদি বলেন, তাহলে বাংলাদেশ-চীন রিলেশন, বাংলাদেশ-সাউথ এশিয়া রিলেশন এ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে। সম্প্রতি ভারতে যে ঘটনাগুলো ঘটেছে বা ইসকনকে নিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বিস্তারিত কোনো আলাপ হয়নি। কিন্তু তারা প্রতিটি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকালে তাঁকে চীনের ঐতিহ্য সংবলিত দেয়ালে টানানোর ব্যানার ও সিরামিক প্লেট উপহার দেন চীনের রাষ্ট্রদূত।

সর্বশেষ - জাতীয়