বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল বশার ঢাকায় গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

মির্জাগঞ্জ  (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আবুল বশারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।  গ্রেফতারকৃত আবুল বশার দীর্ঘ ৫ মাস ধরে আত্মগোপনে ছিলো। তিনি মির্জাগঞ্জ উপজেলার বৈদ্যপাশা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ।

জানা যায়, ওই কিশোরী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দিতে বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার থেকে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে গ্রেফতারকৃত আবুল বশার বসত ঘরে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে ।  ধর্ষণের ফলে ওই  কিশোরী গর্ভবতী হয়ে পড়িলে গত ১৪ ডিসেম্বর একটি কন্যা সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই কিশোরীর পরিবারের সদস্যরা নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা দক্ষিণখান থানাধীন আইনুসবাগ এলাকায় থেকে আবুল বশার গ্রেফতার করা হয়েছে । পরে আজ বুধবার সকালে গ্রেফতারকৃত আবুল বশারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আবুল বশার ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এই মামলার ২ নং আসামী মোঃ বেল্লাল হোসেনকে গত ৫অক্টোব মির্জাগঞ্জে বৈদ্যপাশা এলাকার সাকিনস্থ খালের কচুরিপানার মধ্যে প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানার এস আই এনামুল হক ।

সর্বশেষ - জাতীয়