সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জার্মানির যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে, রাশিয়ার হুঁশিয়ারি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ তাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া বার্লিনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, শত্রুতামূলক কোনো পদক্ষেপের জবাব বিনা জবাবে থাকবে না।

সম্প্রতি ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে বেশ আলোচনা হয় জার্মান সরকারে। সেই সঙ্গে জার্মানিতে মার্কিন মধ্যম ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করা হয়। এ দুটো বিষয়কে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে নতুন হুঁশিয়ারি দিল রাশিয়া।

সের্গেই নেচায়েভ বলেন, সবচেয়ে উত্সাহী রুসোফোবরাও (কট্টর রাশিয়াবিরোধি) স্বীকার করেছে, এমন কোনো অলৌকিক অস্ত্র নেই যা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না, এমনকি টরাস ক্ষেপণাস্ত্রগুলোও।

তিনি বার্লিনকে স্মরণ করিয়ে দিয়েছেন, চ্যান্সেলর ওলাফ শোলজ কিয়েভ সরকারকে এই যুদ্ধব্যবস্থা সরবরাহের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ এই জাতীয় পদক্ষেপের অর্থ হলো, সংঘাতে জার্মানির সরাসরি জড়িত হওয়া।

রাষ্ট্রদূত বলেন, আমরা জার্মানির অভ্যন্তরীণ এই বিতর্কে (নির্বাচন) জড়াচ্ছি না। আমরা প্রাক-নির্বাচনী আলোচনায় নিজেদের জড়িত করি না। তবে আমরা জোর দিয়ে বলছি, রাশিয়ার প্রতি বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপ বিনা জবাবে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস, জার্মানরা এটা বুঝতে পারবে।

যুদ্ধবিরতির ঘটনায় ইউক্রেনে ‘শান্তিরক্ষী’ মোতায়েনের বিষয়ে কিছু পশ্চিমা কর্মকর্তার মন্তব্যের বিষয়ে নেচায়েভ বলেন, রাশিয়ার নেতৃত্ব ধারাবাহিকভাবে জোর দিয়ে বলেছে, সেখানে বিদেশী বাহিনী, বিশেষ করে ন্যাটোর উপস্থিতি আলোচনার বাইরে।

 

 

 

 

 

 

 

সর্বশেষ - জাতীয়