ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির সদর উপজেলায় কুপিয়ে হত্যা করা এক মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান।
নিহত সুদেব হালদার (২৮) বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।
স্বজনদের বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, সোমবার রাত ১২টার দিকে সুদেব বাউকাঠি বাজারের দোকান বন্ধ করে বাড়ির দিকে রওয়ানা হয়েছিলেন। কিন্তু পরে তিনি আর বাড়ি ফিরেন নি। পরিবারের সদস্যরাও তার খোঁজ পাচ্ছিল না।
পরে সকালে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারনা করা হচ্ছে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

















