নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: লালপুর উপজেলার ধলা এলাকার বাসিন্দা শ্রাবণ ও স্বপ্ন এবং সিংড়া উপজেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা বিপ্লব।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সেকচিলান এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে দুই আরোহীর মৃত্যু হয়। অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত ৩ জনের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে জানান তিনি।