নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মেরুল বাড্ডা ও গুলশানে তিনজনকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী ও দুই রিকশা আরোহী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে রাজধানীর গুলশান-২ নম্বরে। সেখানে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। তারা হলেন- আব্দুল কাদের শিকদার এবং আমির হামজা। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আহত কাদের শিকদার নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। তিনি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। আর আহত আমির হামজা যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের এরশাদ সরদারের ছেলে।
জানা যায়, রাত নয়টার দিকে মোটরসাইকেলে দুইজন তাদের গন্তব্যে যাচ্ছিলেন। গুলশান-২ নম্বরে মার্কেটের সামনে আসার পর কয়েকজন তাদের গতিরোধ করে। পরে লোহার রড ও ছুরি মেরে গুরুতর আহত করার পর তাদের রাস্তায় ফেলে চলে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়।
আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার জানান, অজ্ঞাত ওই লোকেরা আমার ভাইয়ের কাছে থাকা নগদ ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ নগদ টাকা নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে আমরা তাদের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করি।
তিনি বলেন, আহতদের কাছ থেকে জানতে পারি, তারা ছিনতাইয়ের শিকার হয়েছিল। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ দেশি টাকা ও বিদেশি মুদ্রা নিয়ে যায় বলে জানা গেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
অন্যদিকে অন্য ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায়। মঙ্গলবার দিবাগত রাতে মেরুল বাড্ডার আনন্দনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত ব্যক্তির নাম মো. টিপু মিয়া। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। খিলগাঁও এলাকায় ভাড়া থাকেন তিনি। টিপু প্রাইভেটকারের চালক বলে জানিয়েছেন স্বজনেরা।
জানা যায়, টিপু মেরুল বাড্ডা এলাকায় এক ব্যক্তির প্রাইভেটকারের চালক। রাত সাড়ে ১২টার দিকে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকা দিয়ে রিকশায় বাসায় ফিরছিল তিনি। এ সময় পথে ওঁৎ পেতে থাকা ৪–৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তার বুক ও পিঠে ছুরিকাঘাত করে কাছে থাকা নগদ ২৮ হাজার টাকা এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পরিদর্শক বলেন, আমরা জানতে পারি, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবক আহত হয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জরুরি বিভাগের চিকিৎসকের কাছ থেকে আমরা জানতে পারি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।