শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা আছে: দুদু

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সেটা মোকাবিলা করতে হবে। পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটার উদ্যোগ নেওয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল, একটি নির্বাচনের রোডম্যাপ পাবে, কিন্তু তা পায়নি।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত আছে। অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা পায় কোথায়?

বিশৃঙ্খলা এড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, না হলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।

সর্বশেষ - জেলার খবর