নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণে এবং নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১০ মার্চ) নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। জাতীয় নির্বাচনে ইসির প্রস্তুতি তুলে ধরা হয়েছে ব্রিটিশ হাইকমিশনারের কাছে। সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা চাওয়া হয়েছে।
তিনি জানান, ডিসেম্বরকে মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ ও রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হয়েছে সারাহ কুকের সাথে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। আসন্ন নির্বাচন বিষয়ে সিইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।