শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বরখাস্ত কর্মীদের চাকরি ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে মার্কিন আদালতের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৪, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

চাকরি চ্যুত হাজার হাজার কর্মীদের চাকরি ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ক্যালির্ফোনিয়া ও ম্যারিল্যান্ডের ফেডারেল বিচারক। ১৯ সংস্থা থেকে গণহারে ছাঁটাই করা কর্মীদের পুনরায় চাকরিতে বহালের নির্দেশনা দেয়া হয়েছে। খবর রয়টার্স

পর পর দুটি রায় ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টা ইলন মাস্কের পরিকল্পনায় লাগাম টেনে ধরেছে। কারণ তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল আমলাতন্ত্রে ব্যাপকভাবে লাগাম টানতে চান। বাজেট কমানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকারি সংস্থাগুলোকে দ্বিতীয় ধাপে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। কিন্তু আদালতের এ রায়ের ফলে তাদের এই পরিকল্পনা এখন স্থবির হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদাভাবে রায়ে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি অসুবিধা আছে। দুজনেই জানিয়েছেন, কর্মীদের আপাতত কাজে বহাল করতে হবে।

মেরিল্যান্ডের জেলা বিচারক তার আদেশে বলেছেন, ১৮টি এজেন্সি যারা প্রবেশনারি অফিসারদের ছাঁটাই করেছিল, তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানেনি।

বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলা হয়েছে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিশেষ করে এই তিন এজেন্সির কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সক্রিয় ছিল।

প্রশাসনের দাবি ছিল, তারা প্রতিটি কর্মীর কাজের বিচার করে তারপর এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি।

মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার বলেছেন, যেভাবে এই ছাঁটাই হয়েছে, তাতে মনে হচ্ছে না, প্রতিটি কর্মীর কাজের বিচার করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক উইলিয়াম অ্যালসাপ জানিয়েছেন, মেরিল্যান্ডে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, রাজস্বের মতো আটটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করতে হবে। তিনি বলেছেন, সরকার কর্মী কমাতে পারে, তবে তার জন্য যুক্তি দিতে হবে এবং ঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে।

সর্বশেষ - জেলার খবর