নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘কোনো চাঁদাবাজ-দখলবাজের জায়গা বিএনপিতে হবে না। চাঁদাবাজদের যারা জোর খাটিয়ে মার্কেট দখল করবে, তাদের কারণে আমরা কলঙ্কিত হবো; তা আর হতে দেওয়া হবে না।’
বরিবার (১৬ মার্চ) রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক আরও বলেন, আমরা দেখছি, একটি সুপরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একটা দুইটা ঘটনা হলে ১০টা ২০টা প্রচার করা হচ্ছে। যেটা এমন ভাবে লেখা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে যেন আমাদের সুনাম ক্ষুন্ন হয় এবং জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া পড়ে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয়নি। আমাদের যেভাবে আচরণ হওয়া উচিত, আমাদের মাঝে কি দোষ ত্রুটি বা ত্রুটি-বিচ্যুতি হয়নি। একটা দুইটা ঘটনা ঘটতেই পারে। বিএনপি বৃহৎ একটি দল। সব দলই কমবেশি কিছু করছে। কিন্তু, বিএনপি যেহেতু বড় দল, তাই দেখা যাচ্ছে বেশি।
আমাদের এখন সচেতন হওয়ার সময় এসেছে। সামনে নির্বাচনের বিকল্প নেই। তাই জনগণের মন জয় করে আমাদের রাজনীতি করতে হবে। একজন দুইজন যারা আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য অপকর্ম করছে তাদেরকে কোনোভাবেই দলে রাখতে পারবো না। আন্দোল সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, একজন দুইজনের জন্য আমরা সবাই গালি খেতে পারবো না। এখনই এদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা যারা ১৬/১৭ বছর কষ্ট করেছি খেয়ে না খেয়ে রাজপথে থেকে আন্দোলন করেছি, প্রয়োজনে আরও ১০ বছর আমরা একইভাবে জীবন যাপন করবো। জনগণের জন্য যে রাজনীতি আমরা শুরু করেছিলাম সে আদর্শ থেকে বের হতে পারবো না।