শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকের বিচার চান গয়েশ্বরের

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৫, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোচিং বাধ্যতামূলক করায় কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণ অবস্থায় বিধ্বস্ত হয়ে রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানানোর পর আজ শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার থেকে দলের নেতারা নিহত পরিবারকে শান্তনা দিচ্ছেন।

গয়েশ্বর বলেন, ‘মাইলস্টোন একটা ভালো মানের স্কুল নাকি। তাহলে সেখানে কেন কোচিং বাধ্যতামূলক। কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল, তারাই মারা গেছেন। স্কুলের মাসিক বেতন ১৭০০ টাকা; তাহলে কোচিং কেন সাড়ে ৩ হাজার টাকা। একটা শিক্ষা-প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে অর্থ উপার্জন যদিই একমাত্র লক্ষ্য হয়, তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনা উচিত।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা এর আগে আমাদের দেশে দেখিনি। এ রকম জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণও হয় না। শোনা যায় বিমানটি পুরানো, উড্ডয়নের উপযোগী নয়। বিমানের মূল্য কত এটা বিষয় নয়; এত অল্প বয়সে যে একজন পাইলটকে দেশ হারাল। জীবন গেছে অনেক, তার সংখ্যাটা এখনো নিশ্চিত নয়, প্রতিদিনই মারা যাচ্ছে। অনেকের লাশও মা-বাবা দেখেননি। কারও ব্যাগ, ড্রেস, জুতা দেখে দেখে তাদের শনাঙ্ক করা হচ্ছে। সন্তানকে এভাবে বিদায় দেওয়া অনেক কঠিন। সাধারণ সন্তানরা বাবা-মাকে বিদায় দেয়, কিন্তু বাবা-মা সন্তানকে বিদায় দেয়-এটা কাম্য নয়।’

মাইলস্টোন ট্রাজেডি প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘বিমান বাহিনীকেও জিজ্ঞাস করতে হবে তারা কেন-এই জনবহুল এলাকা প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছে। দেশে তো অনেক জায়গা আছে। বিমানের ফিটনেস ছিল কি না, অনত্র বিমান প্রশিক্ষণের ব্যবস্থা করবে কি না, নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের জন্য কী করবে-এই নিয়ে বিমান বাহিনীর বক্তব্য দেওয়া উচিত। মাইলস্টোন স্কুল অ্যাড কলেজ কর্তৃপক্ষও এর দায় এড়াতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ যদি বিএনপি বা নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় থাকত, তাহলে শোকের পাশাপাাশি মানুষ বিক্ষোভে ফেটে পড়ত। এ কারণে মানুষ শোকাহত হলে তারা ক্ষোভ প্রকাশ করেনি। আমরা মনে করি, এর একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যেন ভবিষ্যতে এভাবে আমাদের সন্তানদের মা-বাবার বুক খালি করে চলে যেতে না হয়।’

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আসা প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘চীন,ভারত ও সিঙ্গাপুরের চিকিৎসক দল বাংলাদেশে আসা ইতিবাচক, তাদের স্বাগত জানাই। সহানুভুতি নিয়ে তারা আমাদের এখানে এসেছে। এই ঘটনায় সারা বিশ্বের মানুষ আজ শোকাহত।’

সরকার প্রকৃত পক্ষে সরকার চালাচ্ছে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের মাঝে সমন্বয়হীনতা আছে। অভিজ্ঞতারও ঘাটতি আছে। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে। কিন্তু অনির্বাচিত সরকারের সেভাবে দায়বদ্ধতা থাকে না। এই সরকার তো কোনো দলের না, সে কারণে সরকারের দুর্বলতা নিয়ে আমরা মন্তব্য করি না।’

তিনি আরও বলেন, ‘সরকার বিপদে পড়লে রাজনৈতিক দলগুলোকে ডাকে,সরকার দৃশ্যমান চলছে-এটা কেউ কিন্তু বলছে না। যারা সরকারে আছে তারাও যে ঠিক মতো অফিস করে, তাও মনে হয়। ১৭ বছর ধরে যে দুর্নীতি হয়েছে, তা এখনো চলমান। কোনো কোনো ক্ষেত্রে বেশিও। ফলে নির্বাচন যত বিলম্বিত হবে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং দেশে নানা সংকট সৃষ্টি হবে বলে মনে করি।’

সর্বশেষ - রাজনীতি