সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাদারীপুর কারাগারে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৮, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

মাদরীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলা কারাগারে আটক থাকা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইউসুফ আলী মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।

সকালে তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ইউসুফ আলী দীর্ঘদিন ধরে টেকেরহাট আবাসিক এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি বৌলগ্রামে। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, লুটপাট ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে ৬৪ নম্বর আসামি করা হয়। মামলাটি করেছিলেন ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। ইউসুফ আলী হাইকোর্ট থেকে জামিন পেলেও মাদারীপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেখানেই বন্দি অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মাদারীপুর কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম জানান, গতকাল দুপুরে ইউসুফ আলীসহ দুজন বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ইউসুফ আলীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

সর্বশেষ - রাজনীতি