শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা মিথ্যা প্রমাণের চেষ্টা হচ্ছে: মেজর হাফিজ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা মিথ্যা প্রমাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (২ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ-অভ্যুত্থানে বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘এমন কোনো দেশ নেই, যেখানে অনির্বাচিত সরকার সে দেশের সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে।’

তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, ‘জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে, বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউই ১৭ বছরে হাসিনার দুঃশাসন নিয়ে কেউ কথা বলেনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে, সেরকম বিচার করতে হবে। ঐক্যে ফাটল ধরালে স্বৈরাচাররা সুযোগ পাবে।

আলোচনা সভায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের নেতারাসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি