নিজস্ব প্রতিবেদক :
দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যতো বাড়বে সাধারণ মানুষ ততোই ভালো কাজে উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত সাংবাদিকদের আমন্ত্রণে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম এ কথা বলেন।
সোমবার রাজধানীর এক হোটেলে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সাংবাদিকরা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভালো-মন্দ কাজের যতো বেশি সমালোচনা করবেন, সেই কথা আমলে নিয়ে দেশ ততোই এগিয়ে যাবে।
উপস্থিত সাংবাদিকরা বলেন, আশিক ইসলাম একজন প্রথম সারির মিডিয়াকর্মী ছিলেন বিধায় বিএনপি’র বিগত শাসনামলে একজন মিডিয়া বান্ধব ব্যক্তিত্বে সকল মহলের আস্থা অর্জন করেছিলেন। এখনও মিডিয়ার সাথে অব্যাহত রয়েছে তার যোগাযোগ, বিএনপির মিডিয়া যারা হ্যান্ডেল করেন তাদেও চেয়ে অনেক বেশি তৎপর তিনি। এ সময় সাংবাদিকারা অভিযোগ করে বলেন, মিডিয়াতে বিএনপি বরাবরই পিছিয়ে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিএনপির সারাদেশের নেতা-কর্মীদের ত্রুটি-বিচ্যুতি ব্যাপক আকারে তুলে ধরা হয়। সিনিয়র নেতাদের অনুষ্ঠানের প্রচারও হয় গতানুগতিক। অথচ দেশ গঠণে, সমাজ উন্নয়নে এবং গণতন্ত্রের উত্তরণে বিএনপি’র কাযক্রমকে সেভাবে প্রচার করা হয়না। বিএনপির নেতারা মনে করেন তাদের সংবাদ প্রচার হওয়াটাই বড় কথা। বাস্তব তাহলো, দেশে যতোবার ক্রান্তিকাল এসেছে, প্রতিবারই বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু উন্নয়ন যাত্রায় বিএনপি কখনোই মিডিয়াকে সাথে নিয়ে এগুতে পারেনি। যার কারণে বিএনপির সাফল্যযাত্রা সাধারণ মানুষের মনেগাথা হয়নি, অগোচরে থেকে গেছে চিরদিন।
মতবিনিময়কালে আশিক ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সেই দর্পণ যেন অবতল বা উত্তল দর্পণে পরিনত না হয়। যেমনটি আমরা দেখেছি গত ফ্যাসিস্ট ও স্বৈরশাসনামলে। এ সময় উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল হয় তা যথাযথভাবে মোকাবেলা করা হয়না।
এসময় উপস্থিত ছিলেন, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরকানুল হক নাহিদ, আরটিভির সাংবাদিক মো: মোমিন হাসেন, টাইমস অফ বাংলাদেশের মোশাররফ হোসেন বাবলু, দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান, চিফ রিপোর্টার মইনুল আহসান, বিশেষ প্রতিনিধি এস এম আশরাফ, সাপ্তাহিক সাদাকালোর মোহাম্মদ কাশেম, বাসসের জি এম রাজিব হোসেন, মুরসালিন নোমানী, বাসসের সাবেক সাংবাদিক জহিরুল হক রানা, দিন নিউজ টুডের সম্পাদক মো: আখতার হোসেন মাসুদ, এনটিভির সাবেক সাংবাদিক মো: ইমরুল আহসান জনি, গ্রীন টিভির মাহমুদ হাসান, জিটিভির আহমেদ সাগর, ইনকিলাবের মেহেদী হাসান পলাশ, আমার দেশের আবু দারদা জোবায়ের এবং চ্যানেল আইয়ের রাহুল রায়।