শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে ঘিরে যেকোনো সহিংসতা বা নাশকতা প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীতে শুধু র‌্যাবের ৯৪টি টহল দল কাজ করছে।

র‌্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

আগামী ৩ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন সময়ে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মাঠে থাকবে বলে নিশ্চিত করেছে বাহিনীটি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে র‌্যাবের কন্ট্রোল রুম বা সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি