মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাউশির সাবেক ডিজি ফাহিমা খাতুনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৭, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুনের দুর্নীতির সন্ধান পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আক্তার হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়া যায়।

আক্তার হোসেন আরও বলেন, ফাহিমা খাতুনের নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে বিধায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন প্রদান করা হয়।

সর্বশেষ - রাজনীতি