স্পোর্টস ডেস্ক :
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এই অলরাউন্ডার। এবার নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। আসন্ন আবুধাবি টি-টেন লিগে নবাগত দল ‘রয়্যাল চ্যাম্পস’-এর অধিনায়ক হয়েছেন সাকিব।
শনিবার (৮ নভেম্বর) রয়্যাল চ্যাম্পস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিবকে অধিনায়ক ঘোষণা করে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘অপেক্ষার অবসান। অবশেষে রাজাকে খুঁজে পাওয়া গেল। সাকিব আল হাসান রয়্যালসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও এখন রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।’
টি-টেন লিগের নতুন দল রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে বেশ খুশি সাকিব। তিনি বলেন, ‘রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই।’
দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।’
টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।


















