বিনোদন ডেস্ক :
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা হুট করেই সামাজিক মাধ্যমে নিজের মেহেদি রাঙা হাতের ছবি প্রকাশ করে। এরপরেই ই গুঞ্জন ছড়ায় বিয়ে করেছেন তিনি। হাতের ছবি তারই আভাস। তবে বিষয়টি খোলাসা না করে রহস্য জমিয়ে রেখেছেন গায়িকা।
সংবাদমাধ্যমকে বলেছেন, এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফেসবুকে মেহেদি রাঙা হাতের ছবি প্রকাশ কনা লেখেন, আমার হাতে মেহেন্দি…।
এরপরই মন্তব্যের ঘরে ওঠে ঝড়। কেউ জানতে চাইছেন, নতুন করে বাঁধছেন ঘর? কারও প্রশ্ন, কে সেই পাত্র? অনেকে উত্তরের তোয়াক্কা না করে-ই জানাচ্ছেন শুভকামনা ।
চলতি বছর স্বামী মো. ইফতেখার গহীনের সঙ্গে বিচ্ছেদ হয় কনার। ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। ছয় বছর সংসারও করেন। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দেন কনা।

















