নিজস্ব প্রতিবেদক :
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রান্তিক মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র পাওয়া যাবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের অধীনে এ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু মাদার্শা, এঁওচিয়া, কাঞ্চনাসহ আশপাশের এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য গর্ভকালীন সেবা, নিরাপদ ডেলিভারি এবং জরুরি চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে এলাকাবাসীর মিলনকেন্দ্র হিসেবে পরিচিত দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা জানান, স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো নির্মাণে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত কার্যাদেশ দিয়ে নির্মাণকাজ শুরু করা হবে।
স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম সম্পর্কে ড. খালিদ হোসেন বলেন, এখানে একজন এমবিবিএস চিকিৎসক, একজন নার্স, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও একজন কম্পাউন্ডার দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। অল্প খরচে সাধারণ মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যেই মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান তিনি। ইসলামিক মিশনের আওতায় আশপাশের ১০টি মসজিদে সকালে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা। ভবিষ্যতে এখানে একটি মাতৃসদন স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে না থাকলেও নিজের হাতে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে আজীবন কাজ করে যাবেন। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
ড. খালিদ হোসেন আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি রাতদিন পরিশ্রম করেছেন। গত ১৮ মাসে দায়িত্ব পালনকালে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি এবং হাসপাতালটির সার্বিক সফলতার জন্য সবার দোয়া কামনা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইফার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. তৌহিদুল আনোয়ার এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা মাদার্শা ইউনিয়নের বাবুনগরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের অর্থায়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করেন। এ ছাড়া মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে স্বাবলম্বী প্রকল্পের আওতায় নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ছাগল বিতরণ করেন।
পরে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ও পথশু চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।


















