ফরিদপুর থেকে মিজানুর রহমান :
ফরিদপুরের সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া স্মরণে সদরপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শিল্পকলা একাডেমিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় বক্তারা বলেন, সাংবাদিক আঃ মজিদ মিয়া সদরপুরের সাংবাদিকতার জগতে আলোর পথিক ছিলেন। তার হাত ধরে অনেকেই এই মহৎ পেশায় এসেছেন। সাংবাদিকতায় তিনি ছিলেন সৎ নির্ভীক ও আদর্শবান ব্যাক্তি। তার এই অসময়ে চলে যাওয়ায় সদরপুরে সাংবাদিকতার অনেক ক্ষতি হয়েছে। বক্তারা আরো বলেন সাংবাদিক আঃ মজিদ মিয়ার আদর্শ ধরে রাখতে হবে৷ সাংবাদিকতায় আগামীতে মজিদ মিয়ার আদর্শ ধরে রাখতে হবে, তাহলেই আগামীদিনে সাংবাদিকতা এগিয়ে যাবে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলাস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা সহ, সদরপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।