আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুলে একটি ক্যাথেলিক গির্জায় মুখোশ পরা বন্দুকধারীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
স্থানীয় সময় রবিবার সকাল ১১:৪০ (জিএমটি ০৮:৪০) মিনিটে সানডে মর্নিং ম্যাস চলার সময় গুলির ওই ঘটনা ঘটে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ হামলার নিন্দা জানিয়েছেন । তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে বলেও জানান তিনি। হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
সান্তা মারিয়া ড্রাপেরিস চার্চে রবিবার ওই হামলায় শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস।
১৯ শতকে তৈরি ওই গির্জাটিতে রবিবার ম্যাস চলার সময় ‘স্কি মাস্ক’ পরা দুই বন্দুকধারী প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়।
হামলায় নিহত ব্যক্তিকে ‘সি টি’ নামে পরিচয় দেয়া হয়ছে। গুলি করার পরপর বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু এ হামলার নিন্দা জানিয়ে এক্স এ এক পোস্টে লেখেন, “আমরা কখনোই কাউকে আমাদের শহরের ধর্মীয় স্থানে হামলা চালিয়ে আমাদের ঐক্য ও শান্তি বিঘ্নিত করার চেষ্টা করার অনুমতি দেব না।”
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, খুনিদের খুঁজে বের করতে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ গ্রহণ করা হয়েছে।