আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পারমাণবিক বোমা ফেলে সবাইকে মেরে ফেলার যে পরামর্শ ইসরাইলি এক কট্টরপন্থী মন্ত্রী দিয়েছেন- তাকে খুবই তাৎপর্যপূর্ণ এবং ভয়ংকর বিষয় বলে অভিহিত করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার (৮ নভেম্বর) এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর: রয়টার্স ও তাসের।
ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু যে মনোভাব পোষণ করছেন, তাতে গাজায় নিরপরাধ মানুষদের ওপর গণহত্যা চালাতে এবার পরমাণু অস্ত্রের ব্যবহার করে কি-না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এ রুশ কূটনীতিক।
মারিয়া জাখারোভা আরো বলেন, তেলআবিবের লাগামহীন পরমাণু কর্মসূচিতে গোটা মধ্যপ্রচ্য চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, ওই মন্ত্রীর কখা এখন বিষটি স্পষ্ট হয়েছে যে, ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে।এখন সেই আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ কোখায়?
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইসরাইল আজ পরমাণু অস্ত্রের অধিকারী, গোটা মধ্যপ্রাচ্যেকে অশান্তিতে রেখেছে ইসরায়েল।
ইসরায়েলি ওই যুদ্ধবাজ মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে- কাতার, সৌদি ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বহু দেশ।
উল্লেখ্য, গাজার সব ফিলিস্তিনিকে মেরে ফেলতে পারমাণবিক বোমা ফেলাটাও একটি বিকল্প হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু।
ইসরায়েলের লাগাতার বোমা হামলায় ধূলিসাৎ গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই এ মন্তব্য করে সাময়িক বরখাস্ত হয়েছেন ইসরায়েলের এ মন্ত্রী।দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে বরখাস্ত করেছেন।


















