আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজন জামিন পেয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালতে। অন্য দুইজন হলেন- স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি।
শুক্রবার তাদের জামিন দেওয়া হয়। প্রত্যেককে ১০ লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে- মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না।
বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।
এদিকে এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালাদার, আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দি ছিলেন তারা। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।