শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের কাছে শুক্রবার (২৬ জানুয়ারি) এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। দেশটিকে ৪০টি নতুন বিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যেগুলোর মূল্য ২ হাজার ৩ কোটি ডলার। এই অনুমোদনটি সুইডেনের ন্যাটো সদস্যপত্রে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের স্বাক্ষরের পরই এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, এই চুক্তির আওতায় ৭৯টি তুর্কি এফ-১৬ বিমানের আধুনিকীকরণ কিটও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসকে জানিয়েছে, তুরস্কের পাশাপাশি গ্রিসের কাছে যুদ্ধবিমান বিক্রি বিষয়ক একটি চুক্তিরও অনুমোদন দিয়েছে তারা। ওই চুক্তির আওতায় গ্রিসকে ৮৬০ কোটি ডলারের বিনিময়ে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র।

২০২১ সালে প্রথম ওই যুদ্ধ বিমান ক্রয়ের আবেদন জানিয়েছিল তুরস্ক। তবে এরইমধ্যে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে জোটটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে তুরস্ককে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র। তুরস্কের আপত্তি ছিল, সুইডেন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে ও তাদের আশ্রয় দিয়ে থাকে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তুরস্ক।

তবে এক বছরেরও বেশি সময় বিলম্বের পর তুর্কি সংসদ সদস্যরা চলতি সপ্তাহে সুইডেনের আবেদনপত্রের অনুমোদন দেন। এরপরই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এতে স্বাক্ষর করেন।

তখনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে ‘দেরী না’ করার আহ্বান জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর পর কৃষ্ণ সাগর অঞ্চলে মধ্যস্ততার কারণে ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত