আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মায়সা সাবরিনকে। এই নিয়োগের মাধ্যমে নিজেদের ইতিহাসে এই প্রথম নারী গভর্নর পেল মধ্যপ্রাচ্যের দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ২০১০ সালে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন মায়সা। তারপর সিরিয়ার পুঁজিবাজারের সরকারি সংস্থা দামেস্ক সিকিউরিটি এক্সচেঞ্জের নির্বাহী বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করেছেন ২০১৮ সাল পর্যন্ত।
তারপর ওই বছরই কেন্দ্রীয় ব্যাংকের অফিস নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে বদলি হন। গভর্নরের পদে পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত সেই বিভাগেই ছিলেন তিনি।
সোমবার পদোন্নতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ইসাম হাজিমের স্থলাভিষিক্ত হলেন মায়সা। ২০২১ সালে ইসামকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
২০০১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। তিনি প্রেসিডেন্ট হওয়ার ১০ বছর পর ২০১১ সালে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, স্বর্ণের একটি সন্তোষজনক মজুত থাকায় আপাতত খানিকটা সংকটের মধ্যে দিয়ে গেলেও বড় কোনো আর্থিক সংকটে পড়বে না সিরিয়া।
সূত্র: এএফপি।