শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে দূষিত পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে আরো দুই শতাধিক মানুষ। খবর রয়টার্স। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় এ খবর নিশ্চিত করেছেন।

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের পাইপে ছিদ্রের কারণে ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রবণ ভার্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকদের নিয়ে দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাছাড়া পানি বিশুদ্ধ করার জন্য বাসিন্দাদের মাঝে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

তিনি আরো জানান, পানি সরবরাহ পাইপলাইনে একটি ছিদ্র শনাক্ত হয়েছে। এরইমধ্যে সেটি মেরামত করা হয়েছে। এখন পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে।

গত আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোর। কিন্তু সেই শহরেই ডায়রিয়ার এ প্রাদুর্ভাব দেখিয়েছে যে, নিরাপদ পানি নিশ্চিতকরণে সর্বদা সতর্কতা বজায় রাখা জরুরি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত