শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৬, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ২৬ জনের নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার পরে সীমান্ত রেখায় (এলওসি) পাকিস্তানের সেনারা হঠাৎ করে গুলি চালায়।

এর জবাবে ভারতীয় সেনারাও গুলি চালায়।
বৃহস্পতিবার রাতেও পাকিস্তানের দিক থেকে গুলি চলে, তবে তাতে কেউ আহত হয়নি বলে জানায় ভারত। তবে এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা প্রসঙ্গে কাশ্মীর পুলিশ দাবি করেছে, হামলার সঙ্গে জড়িত তিনজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, হামলার জন্য আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার।

কাশ্মীরে হামলার পর পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। আর ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে অনেকদিনের বিরোধ আছে। দুই দেশই এই এলাকা নিজেদের বলে দাবি করে এবং এ নিয়ে তারা দুইবার যুদ্ধও করেছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - জেলার খবর