আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি মর্মন চার্চে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, রোববার সকালে ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের লেটার-ডে সেইন্ট (এলডিএস) বা মর্মন চার্চে এ হামলা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রথমে গাড়ি চার্চের ভেতরে ঢুকিয়ে দেন এবং পরে এলোপাথাড়ি গুলি চালান। এরপর তিনি চার্চে আগুনও ধরিয়ে দেন। ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভেতরে প্রবেশের পর আরও হতাহতের তথ্য পাওয়া যেতে পারে।
পুলিশ জানিয়েছে, হামলার পরপরই পাল্টা গুলি চালানো হয় এবং এতে ওই বন্দুকধারী নিহত হয়। ফলে জনগণের জন্য আপাতত আর কোনো হুমকি নেই। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার তদন্তে সহায়তা করতে প্রায় ১০০ জন এফবিআই এজেন্ট কাজ শুরু করেছেন। তদন্তকারীরা হামলাকারীর সেল ফোন রেকর্ড ও ব্যক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল হামলাকে “কাপুরুষোচিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড” বলে আখ্যা দিয়েছেন।