সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুন ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো ‘সান্তা আনা’ নামে পরিচিত ধ্বংসাত্মক বা হিংস্র ঝড়ো বাতাসের আশঙ্কা দেখা দিয়েছে। দাবানলে এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। গত ৬ দিনে দাবানলে পুড়ে গেছে ৪০ হাজারেরও বেশি এলাকা।

পাঁচ দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন। ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকা। দাবানল নতুন করে মোড় নিচ্ছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে।

পালিসেডস, ইটন, কেনেত লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেইডসে দাবানল আরো এক হাজার এলাকা ছড়িয়েছে।

লস অ্যাঞ্জেল থেকে এএফপি এই খবর জানায়।

সান্তা আনা বাতাস সাধারণত সেপ্টেম্বর এবং মে মাসের মধ্যে ঘটে। এটি সাধারণত কয়েক দিনের জন্য দেখা দেয়।

এদিকে ওয়াশিংটন পোস্ট আবহাওয়ার এই ধরণটিকে ‘বিশাল এক হেয়ার ড্রায়ার’ এর সঙ্গে তুলনা করেছে এবং লেখকরা দীর্ঘকাল ধরে উল্লেখ করেছেন যে, বাতাসের প্রভাব বাসিন্দাদের কাছে এটি মনস্তাত্বিকভাবে রয়েছে বলে মনে করা হচ্ছে।

সোমবার এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে কাউন্টি স্বাস্থ্য কর্মী স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে ২৪ জন মারা যাওয়ার তালিকা প্রকাশ করেছে। এছাড়া ১৬ জনের নিখোঁজের কথাও জানিয়েছে।

বর্তমানে লস অ্যাঞ্জেলসে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এরমধ্যে প্যালিসেইডস দাবানল আরো এক হাজার একর এলাকা ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়ে গেছে ২২ হাজার একর এলাকা।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা প্যালিসেইডস দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছেন।

এই দুই দাবানলই সবচেয়ে ভয়াবহ।

দুই দাবানলে একসাথে ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগলিক হিসেবে এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে আড়াই গুন বেশি।

গত ছয় দিনের দাবানলে ৪০ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তান্ডবে ভস্মীভূত হয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি ঘর ও স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে এক লক্ষের ও বেশি মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গাত ঘন্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এছাড়া দাবানলের কারণে পরিবেশ বিপর্যয়ও ঘটেছে। কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার এবং মাস্ক ব্যাবহারের পরামর্শ দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছাতে হবে: তারেক রহমান

পুলিশের বাধার মুখে কাকরাইল মসজিদ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, হলেন মেডিকেলে দেশসেরা

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, হলেন মেডিকেলে দেশসেরা

ঢাবিতে  ছাত্রলীগ নেতার ছিনতাইয়ের অভিযোগ নিজেদের ৩ কর্মীর বিরুদ্ধে

আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

টিআইবি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয় : তথ্যমন্ত্রী

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রাক খাদে, নিহত ২

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক