বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া থাকছেন। পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। তবে, দূরে থাকলেও তার ভক্ত-অনুরাগীরা সব সময়ই প্রিয় নায়িকার আপডেট জানতে চান। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনুসরণ করেন তারা। তবে, শাবনূরের নামে অগণিত ভুয়া প্রোফাইল ও পেজ রয়েছে ফেসবুকে। বিশেষ করে তার নামে একটি পেজ ভেরিফায়েডও করা রয়েছে। যার কারণে শাবনূর ভক্তদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে।
অথচ শাবনূরের আসল পেজ ভেরিফায়েড করা নয়। এ বিষয়টি সম্প্রতি নজরে এসেছে এ নায়িকার। আর এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানালেন তিনি। শাবনূর এ বিষয়ে বলেন, আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না। সেই সুযোগে অনেক পেজ ও প্রোফাইল বানানো হয় আমার নামে। তবে, আমি মনে করি যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে তাদের উদ্দেশ্য ভালো নয়। হয়তো তারা নানা অপকর্ম কিংবা অপরাধও করছে। আমার ভক্তরা এর মাধ্যমে প্রতারিত হচ্ছেন।
শাবনূর বলেন, আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছি। দ্রুতই জিডি করবো। পুলিশের সাইবার বিভাগকেও অবহিত করবো বলে ঠিক করেছি। এরইমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুতই সেই পেজ বন্ধ হয়ে যাবে।