বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চায়ের দোকান নিয়ে বিপাকে তানিয়া বৃষ্টি- শামীম

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

বর্তমান সময়ের ছোটপর্দার দুই দর্শকপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি- শামীম হাসান সরকার। একসঙ্গে তারা কাজ করে যাচ্ছেন নিয়োমিত। সেই ধারাবাহিকতায় এবার তাদের দেখা গেল নতুন একটি নাটকে। যেখানে তারা চায়ের দোকান নিয়ে পড়েছেন বিপাকে।

গল্পের কেন্দ্রবিন্দু এক সদ্য বিবাহিত দম্পতি। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়ায় তারা। পালিয়ে বিয়ে করে দুই পরিবার থেকেই বঞ্চিত হন নবদম্পতি। ছেলের একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

গল্পের মূল চরিত্রে থাকা শামীম হাসান সরকার বলেন, এটা এমন এক গল্প, যা দেখলে মানুষ মন খারাপ ভুলে হাসতে বাধ্য হবেন। সঙ্গে সামাজিক বার্তাও রয়েছে। আশা করি দর্শকরা নাটকটি পছন্দ করবেন। শুটিং সেটে কাজের সময় ইউনিটের সবাই হেসেছি। দর্শকরাও না হেসে পারবেন না।

তানিয়া বৃষ্টি বলেন, নাটকে আমি হাওয়া চরিত্রে অভিনয় করেছি। মজার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এত মজার গল্প আমরা শুটিং সেটে নিজেরাই অনেক মজা পেয়েছি। দর্শকরা উপভোগ করবেন গ্রামীণ পরিবেশে নির্মিত নাটকটি।

নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, গল্পটি যেমন হাসায়, তেমনই পরিবারের জটিলতাগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। ‘শ্বশুর আব্বার টি-স্টল’ দেখার পর দর্শকরা উপলব্ধি করবেন, জীবনের বড় সমস্যাগুলো কখনো কখনো ছোট মজার মধ্যেই লুকিয়ে থাকে।

শামীম-তানিয়া ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সিদ্দিক মাস্টার, মিলি বাসার, বাপ্পি বাসার, কামরুন নাহার, সোহেল হাসান, হিরা মনিসহ অনেকে।

বুধবার (২৯ জানুয়ারি) কালবেলা ড্রামা চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে।

‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকটি কালবেলা ড্রামার সম্প্রতি মুক্তি পেয়েছে। এর আগে চ্যানেলটির প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

সর্বশেষ - রাজনীতি