রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
তিনি বলেন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহির যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এ তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। একজন চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।
এর আগে গণমাধ্যমে মাহি বলেন, আমার মনোনয়নপত্র বাতিল হোক একটি শ্রেণী চায়, এরজন্য এরা সব চেষ্টাই করে যাচ্ছে। তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেব। আগে আপিল করি।
তিনি আরও বলেন, যে গ্রাউন্ডে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তা খুবই নগণ্য এবং ভুল বিষয়। আমার কাছে সঠিক কাগজপত্র আছে। আমি নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আপিলে আমি আমার মনোনয়নপত্র সঠিক বলে রেজাল্ট পাবো। এটা বিশ্বাস করি আমি।
আপিল করে মনোনয়নপত্র না পেলে কী করবেন? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, কেন পাবো না। বললাম না যে গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেটা খুবই সামান্য। মনোনয়নপত্র সঠিক হিসেবেই ফিরে পাবো। এরপরে যদি না হয় তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এরপরে উচ্চ আদালতে প্রয়োজনে যাবো।